প্রকাশিত: Sun, Apr 21, 2024 12:39 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:40 PM

বাংলাদেশে কোনো বিপ্লবী নেই!

মাসুদ রানা : বিপ্লবী কোনো বংশীয় পদবী নয়, এটি একটি কর্ম বা পেশা। যেমন, শিক্ষক, আইনজীবী, ইত্যাদি। যিনি শিক্ষকতা করেন না, তিনি শিক্ষক নন; যিনি আইন চর্চা করেন না, তিনি আইনিজীবী নন। একইভাবে, যিনি অবস্থিত রাষ্ট্র ব্যবস্থা উৎখাতের চেষ্টায় লিপ্ত নন, তিনি বিপ্লবী নন। বাংলাদেশে, আমার জানামতে, কোনো বিপ্লবী বা বিপ্লবী দল নেই। তবে, কেউ যদি বিপ্লবের চিন্তা করেন কিন্তু চেষ্টা করেন না, তিনি বিপ্লববাদী। 

যাহোক, বিপ্লবী ও বিপ্লববাদীর মধ্যে পার্থক্য আছে, যেমনটি আছে ধার্মিক ও ধর্মবাদীর মধ্যে। 

অদ্ভূত বাংলাদেশে কিছু লোক দিব্যি স্বাভাবিক নাগরিক জীবন-যাপন, সায়-সম্পত্তি, আশয়-বিষয় করে, রাষ্ট্ররের গায়ে আঁচড়টি পর্যন্ত না কেটে নিজেদেরকে বিপ্লবী দাবী করে! ১৮/০৪/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড